কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বিতর্কিত আবদুর রহমান বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ রহমান বলেন, আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে সেলে রয়েছেন।
এরআগে গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। সেই মামলায় গত ২১ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে তাকে গেফতার করেছিল র্যাব-৭। পরে কক্সবাজার আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত তাকে কারাগারে পাঠান।
বিডি প্রতিদিন/হিমেল