চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ। সংগঠনটির ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় শনিবার (১৪ ডিসেম্বর) নাসিরাবাদের কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। ‘এ বিজয় রক্ত কেনা, এ বিজয় ঠেকায় কে রে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মাহফুজুল হক।
অনুষ্ঠানে প্রথম পর্বের সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব কবি শাওন পান্থ এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ৪০ বছর উদযাপন কমিটির চেয়ারম্যান সাংবাদিক ওসমান গনি মনসুর। অন্যদের মধ্যে প্রয়াত মুক্তিযোদ্ধা মো. সৈয়দ এর সহধর্মিনী রেহানা আক্তার, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, রোটারিয়ান নুরুল আলম কিরণ বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে ইকবাল হায়দার, সুবর্ণা রহমান, শিলা চৌধুরী, নাসিমা আক্তার ডেইজী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, নদী চক্রবর্তী, নুজারা ইসলাম, নাজনীন হক, শাওন ইসলাম, রাশেদা খানম বিউটি অনুষ্ঠানে নানা পরিবেশনার মাধ্যমে অংশ নেন। অনুষ্ঠানে ত্রিতরঙ্গ ও সংগীত একাডেমির শিল্পীরা দলীয় সংগীত ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/হিমেল