চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে। শুক্রবার রিকশা থেকে মুনতাহা ছিটকে পড়ার পর ট্যাংকারের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে।
সিএমপির সহকারী কমিশনার (পাঁচলাইশ) বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্যাংকার জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ