মেঘনা নদীতে জেগে উঠা চরের জমি রেকর্ডিয় মালিকদের দেয়ার দাবিতে বরিশালের মেহেন্দিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে জমির রেকর্ডিয় মালিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে মিজান মাঝি, ল্ৎুফর তালুকদার, আব্দুর রব দেওয়ান, শুক্কুর মাঝি, মারুফ দেওয়ান, আজিজ মাঝি প্রমুখ বক্তব্য দেন। তারা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অধিকাংশ মৌজার জমি মেঘনা নদীতে বিলীন হয়। নদীতে চর জেগে উঠলে জমির রেকর্ডিয় মালিকরা সেখানে গিয়ে বনজঙ্গল কেটে চাষাবাদ শুরু করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্থানীয় এমপি পঙ্কজ নাথের নেতৃত্বে তার অনুসারীরা তাদের তাড়িয়ে দিয়ে চর দখল নেয়। গত ৫ আগস্টের পর দখলকারীরা সবাই আত্মগোপনে গেছে। এখন সেই চর দখল নিতে আসছে একটি সন্ত্রাসী বাহিনী। তারা জমির রেকর্ডিয় মালিকদের চাষাবাদ করতে বাঁধা দেয়। তাই জমির প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেয়ার দাবি করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএ