রাজধানীর কদমতলীতে শিক্ষার্থী সোহেল আহম্মেদ (২৪)- এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাতে খবর পেয়ে কদমতলী গিরিধারা ১নং রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে শনিবার সকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় ওই শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেছে।এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের বাবা ছাব্বির আহম্মেদ বলেন, গত ১০ দিন আগে আমার এক বোন মারা যায় আমরা সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সোহেল ও গ্রাম থেকে এসে বাসায় একাকী ছিল। রাতে তার মোবাইলে যোগাযোগ করে কোন খবর না পেয়ে তার বন্ধুদের কে বাসা পাঠানো হয়। পরে তারা গিয়ে দেখে সোহেল গলায় ফাঁস দিয়েছে।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, ছেলের সঙ্গে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবা তাকে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছে। তার সঙ্গে কখনোই তাকে বিয়ে দেবে না। সে কারণে ছেলে অভিমানে ছেলে অভিমানে আত্মহত্যা করেছে।
মৃত সোহেল যশোর কোতোয়ালি থানা ছাতিয়ানতলা গ্রামের প্রকাশনী ব্যবসায়ী সাব্বির আহমেদের ছেলে। বর্তমানে কদমতলী গিরিধারা এলাকায় পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
বিডি প্রতিদিন/আরাফাত