বরিশাল নগরীতে নিজ ঘরের বাথরুম থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার নিজ ঘরের বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রী হলো মিম আক্তার (১৮)। সে পলাশপুর জামাই বাজারের সবজি বিক্রেতা মিলন হাওলাদারের মেয়ে। মিম সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই মো. নাইম জানান, পলাশপুর জামাই বাজার এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত মিম। সকাল ৬টার দিকে তার বাবা-মা ঘুম থেকে উঠে মিমকে বিছানায় দেখতে পাননি। পরে বাথরুমের দরজা ভেঙে দেখতে পায় গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে মিম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় কাউনিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এসআই নাইম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম-সংক্রান্ত বিষয় নিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।