শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে ‘বঞ্চিত’ মানুষদের জন্য ‘এক টাকায় পুজোর বাজার’-এর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম নগরের জামালখানের একটি কনভেনশন হলে ‘সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে এ আয়োজন করা হয়। এতে নগরের বিভিন্ন নিম্নআয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু, মহিলা ও বৃদ্ধ অংশগ্রহণ করেন। তারা এক টাকার বিনিময়ে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্যও বাজার করেছেন। অনুষ্ঠানে আসা মানুষকে আসা-যাওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করা হয়।
সবার জন্য ছিল নানা আনন্দ আয়োজন ও মিষ্টিমুখের ব্যবস্থা।
আয়োজক সূত্রে জানা যায়, বিদ্যানন্দের আয়োজনে চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ প্রায় ২১ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল একটা ‘সুপারশপ’। যার প্রতিটি আইটেমের দাম মাত্র ১ টাকা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই সুপারশপে প্রতি পরিবারের দুজনের জন্য এক টাকা দিয়ে নতুন কাপড় কেনার ব্যবস্থা ছিল, সঙ্গে ১ টাকা দিয়ে আরও পাঁচটি যেকোনো আইটেম বাছাইয়ের সুযোগ ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, আইআইইউসি, চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের দেশি-বিদেশি ৫০ জন স্বেচ্ছাসেবক বিক্রেতার দায়িত্ব পালন করেন। বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, আমরা প্রতিটি উৎসবে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে চাই সম্প্রীতির বন্ধন গড়তে। একই সঙ্গে নিশ্চিত করতে চাই উৎসবে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ। তারই অংশ হিসেবে পুজোর সময় এক টাকার বাজারের মতো ব্যতিক্রমী আয়োজন করা হয়।