বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব ঢাকার বাসাবো মাঠে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণকারী সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার এম এ রশীদ (৮০) গতকাল সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জোহর শহীদবাগ জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান প্রমুখ।