পেট্রল, অকটেন ও ডিজেল ওজনে কম দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা জানান, শুক্রবার রাত ৮টার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী সাহা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার পথে সন্দেহ হয়। তারা ২.২৫ লিটারের বোতলে তেল ঢেলে প্রায় ১৪ টাকার তেল কম দেখতে পায়। তাৎক্ষণিক তেল কম দেওয়ার বিষয়টি বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের জানান মোটরসাইকেল আরোহীরা।
শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।