গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা গতকাল আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। শ্রমিকরা ঈদের ছুটি, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই, হাজিরা বোনাস বাড়ানো, ঈদ ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যাওয়ায় বিকাল পৌনে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন পত্রে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এ ছাড়া ঈদে মাত্র তিন দিনে ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেও তারা কোনো সমাধান পাইনি। পরে বিকাল ৪টা ২০ মিনিটে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভিতরে নিয়ে যান।