নাটোরের লালপুরে ভারী বর্ষণে মাটি ধসে রেললাইন দেবে যায়। শুক্রবার দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার আবদুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ধসে যাওয়া রেললাইন সংস্কার কাজ করেন রেল কর্তৃপক্ষ। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বর্ষণে আবদুলপুর-আজিমনগর ঘোষপাড়া ভাঙা নামক স্থানে রেললাইনের নিচের মাটি ধসে যায়। এ সময় রেললাইনের এক অংশের মাটি ধসে গেলে শুক্রবার দুপুর থেকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। আবদুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, অতি বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি ধসে গিয়ে দেবে যায়। আমরা জানার পর পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। রেললাইন মেরামত কাজ চলছে।