হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। আজমিরীগঞ্জের শিবপাশা যশকেশরী গ্রামের সেলিম মিয়ার চার বছরের মেয়ে শুক্রবার বিকালে বাড়ির পাশে স্কুলে খেলতে যায়। তখন মাটিতে থাকা আর্থিং তারে স্পৃষ্ট হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
একই দিন লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যবসায়ীর। জমসু মিয়া স্থানীয় বুল্লাবাজার থেকে ধানবোঝাই নৌকা নিয়ে গ্রামের বাড়ি নোয়াগাঁও ফিরছিলেন। নৌকায় থাকা অবস্থায় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পরে যান তিনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।