বগুড়ায় জামাল উদ্দিন খাজা হত্যা মামলায় তার স্ত্রী জেসমিন আকতারকে (৫২) যাবজ্জীবন ও স্ত্রীর প্রেমিক মোজাফফর হোসেনকে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার অতিরিক্ত দায়রা ও জেলা জজ হাবিবা মন্ডল গতকাল এ রায় দেন। মোজাফফর শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার অছিমুদ্দীনের ছেলে। তিনি নিহত জামাল উদ্দিন খাজার আপন ভগ্নিপতি। ২০২২ সালের ২৬ নভেম্বর সকালে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। হত্যায় জড়িত অভিযোগে মোজাফফর হোসেনকে ১২ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি জবানবন্দিতে বলেন, জামালের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া ছিল। জেসমিনকে বিয়ে করার উদ্দেশ্যেই দুজন পরিকল্পনা করে জামাল উদ্দিন খাজাকে হত্যা করে।