বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিমুল ম ল মতিনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শহরের বৃন্দাবনপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা এ আর্থিক সহায়তা দেয়। ফুলবাড়ী সাংগঠনিক থানা আমির অ্যাডভোকেট শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। পরে নিহত শিমুলের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন শহর জামায়াতের নেতৃবৃন্দ।