হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মস্তোফাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মনু মিয়া (৬৫) নামে একজন নিহত হয়ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ১৫ জন। গতকাল বিকালে এ সংঘর্ষ হয়। মনু মিয়া ওই গ্রামের কদর উল্লার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, মস্তোফাপুর গ্রামের নুর আলী ও ছাবু মিয়া মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকালে গ্রামের প্রধান সড়কে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই মারা যান মনু মিয়া। আহত হন ১৫ জন।