দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : শুক্রবার সন্ধ্যায় নগরীর শিকারীকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২) ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল সেনাবাহিনীতে সদস্য হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা : গতকাল সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালাকচুয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতির মৃত্যু হয়েছে। তারা হলেন- আদর্শ সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম ও তার নাতি ইসমাইল হোসেন (৫)। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বাদশা (২০) ও দামুড়হুদার আলাউদ্দিন (৪০)। হবিগঞ্জ : চুনারুঘাটের রামগঙ্গা ব্রিজ এলাকায় গতকাল রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শায়েস্তাগঞ্জের হাফিজ সরকার (২৭) ও মোস্তাফিজুর রহমান (২৬)। বগুড়া : নওগাঁর আত্রাই উপজেলায় বউভাতের দিন বাজারে দই আনতে গিয়েছিলেন বর সাজেদুর রহমানের (২৫)। পথে গতকাল দুপুরে সুটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ : শুক্রবার রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অটোরিকশার ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। তারা হলেন ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার সুফল মিয়া (১৫) ও গাছতলাঘাট এলাকার আসাদুজ্জামান মুন্না (১৫)। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ব্রাহ্মণহাতায় অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তাইয়ান আহমেদ ফাহাদ (২৬)। নাটোর : বড়াইগ্রামে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আজিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আবু হোসেন নামের এক অটোচালক নিহত হয়েছেন।