সাভারে একটি বাড়িতে আগুনে পুড়ে মোহাম্মদ উল্লাহ (৩) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের আরও এক সহোদর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকালে বিরুলিয়ার কালিয়াকৈর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ উল্লাহ নড়াইলের কালিয়া থানার বাবর আলীর ছেলে ও দগ্ধ অপরজন তার বড় ভাই সাকিব (১১)। পুলিশ জানায়, নিহত শিশু তার বাবা কক্ষেই ঘুমাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ খেলার ছলে গ্যাস লাইট দিয়ে কাপড়ে আগুন লাগিয়ে দেয়। ঘরে আগুন ছড়িয়ে পড়লে দুই শিশু দগ্ধ হয়।
পরে স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ উল্লাহর বাবা বাবর আলী বলেন, ঘুমে ছিলাম। হঠাৎ জেগে দেখি ছেলে আগুনে পুড়ে মারা গেছে।
সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. দিদার বলেন, এ ঘটনায় কক্ষের আসবাবপত্র ও কাপড়-চোপড়সহ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।