পটুয়াখালীতে নির্বাচনি বিরোধে মো. শহিদুল ইসলাম নামে এক যুবক হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দোষী প্রমাণ না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম গতকাল ওই রায় দেন।
অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ জানান, ২০১১ সালের ৪ এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন মো. শহিদুল ইসলাম। নির্বাচনি বিরোধে এ হত্যাকা ঘটে। পরের দিন তার বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। বিবাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।