ছাত্র-জনতার আন্দোলনে মনির হোসেন হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। পুলিশ জানায়, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা মনির হোসেন (৫৬) হত্যা মামলার এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি তিনি। থানার ওসি আল মামুন জানান, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।