গাজীপুরে আগুনে পুড়েছে গেঞ্জি তৈরির সাতটি ছোট কারখানা ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির নতুন আড়ত এলাকায় গতকাল এ অগ্নিকান্ড ঘটে। এতে কেউ হতাহত হননি।
কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নতুন আড়ত এলাকার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই পাশের দোকান ও গেঞ্জি তৈরির ছোট কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল ৮টার দিকে আগুন নেভান। ততক্ষণে তিনটি দোকান এবং সাতটি মিনি কারখানার মেশিনসহ মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস। তদন্তের পর ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে জেলার শ্রীপুর উপজেলায় গতকাল ভোরে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। পৌর এলাকার কেওয়া পূর্বখ গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। স্থানীয়রা জানান, পাশাপাশি ঘর নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন কবির হোসেন। সেখানে প্রথমে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে তা আরও ১৩ ঘরে ছড়িয়ে পড়ে।