ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'- এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরে সড়ক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, জেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার প্রমুখ। এছাড়াও মৎসচাষীবৃন্দ, মৎসচাষী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এএম