লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজিজার পাটগ্রাম উপজেলার সরকারের হাট মুসলিম পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। বুধবার দুপুরে আদিতমারী উপজেলার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আজিজার রহমান সকালে পাটগ্রাম থেকে অটোরিক্সা যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে আদিতমারী স্টেশন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর অটোরিকশার সাথে সরাসরি সংঘর্ষ হয়। এসময় আজিজারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজিজার রহমানের মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম