নোয়াখালীতে ঐক্যবদ্ধ নাগরিকসমাজহিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক সমাবেশ বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহর মাইজদীতে অনুষ্ঠিতহয়। পরিষদের জেলা সাধারণ সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপিরভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্রাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়া, আবু নাছের, এডভোকেট শাহাদত হোসেন, ভিপি জসিম, ভিপি পলাশ, ওমর ফারুক টপি, সলিমুল্লাহ বাহার হিরন, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলাযুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুলহক,শহর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি মুহাম্মদ মায়াজ,ছাত্র দল জেলাসভাপতি আজগরউদ্দিন দুখু, সেক্রেটারি নোমান, ছাত্র শিবির নোয়াখালী শহর সভাপতি আবুসাঈদ সুমন, সেক্রেটারি হাবিবুর রহমান আরমান সহ হিন্দু বোদ্ধ ঐক্যপরিষদ ও খ্রিস্টানরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. শাহাজান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুব দ্রুত এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার যে বিজয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ