১০ বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ধরে নিয়ে গুম করা বিএনপি নেতা মফিজ উদ্দিন মফিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তান।
শনিবার বেলা ১১টায় সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে এই দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন গুম হওয়া মফির মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ছেলে শাহীন আলম, এলাকাবাসীর পক্ষে নবীন, রেজাউল করিম ও হামিদুল মেম্বার প্রমুখ।
গুম হওয়া মফির মা হাবিবা বেগম বলেন, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার ছেলে মফিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় যুবলীগ কর্মীরা। ওইসময় মফিসহ আরও চারজনকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। পরে চারজনকে ফেরত দেওয়া হলেও মফিকে র্যাব ফেরত দেয়নি।
এ ঘটনায় ওই ঘটনায় শিবগঞ্জ থানায় নিখোঁজের একটি জিডি করা হয় মফির পরিবারের পক্ষ থেকে। মানববন্ধন থেকে মফির স্ত্রী লাইলী বেগম ও ছেলে শাহীন আলম মফিকে জীবিত অথবা মৃত ফেরত দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই