দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের কাছ থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক, শুভানুধ্যায়ীগণ বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ, চাল, ডাল, চিড়া, মুড়ি, শাড়ি ও লুঙ্গী প্রদান করেন।
এমরান সালেহ প্রিন্স নিজেও দলীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন। বিএনপির যুগ্ম মহাসচিব বন্যার্ত মানুষের সাহায্যে নেতাকর্মীদের অনুদানে তাদের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর কৃষক দলের আহ্বায়ক মাইনুদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি ধোবাউড়া উপজেলা বিএনপি এবং বিকেলে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত