কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ফারজানা আক্তার নামে এক গৃহবধূ কন্যা সন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার রাত সৌয়া ১টায় উপজেলার রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি সন্তান প্রসব করেন। ফারজানা আক্তার উপজেলার রায়কোট গ্রাামের তাজুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ধনুশ্বরা গ্রামের মহিনের স্ত্রী।
ফারজানা জানান, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। আমি গর্ভবতী অবস্থায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বুধবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ ব্যথা উঠলে আশ-পাশের মহিলাদের সাহায্যে আমার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আগেও আমার আরো একটি কন্যা সন্তান রয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের দায়িতে থাকা মাস্টার আবু ইউসুফ জানান, আশ্রয়কেন্দ্রে গৃহবধূ ফারজানা আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা-মেয়ে দু’জনেই এখন ভালো আছেন।
বিডি প্রতিদিন/হিমেল