ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ইমরান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ইমরান আলী উপজেলার ওই ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে।
বুধবার (০২ অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফহহাদ আকন্দ ও রাণীশংকৈল থানার এসআই আজাহারুলের নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করে ইমরান আলীকে আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক) ফরহাদ আকন্দ বলেন, মাদককারবারি ইমরান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইমরান আলীকে ২৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ