কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহানুর বেগম নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। উপজেলার থেতরাই ইউনিয়নের বকশী বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জাহানুর ওই এলাকার আহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জাহানুর বেগমের স্বামীর ব্যাটারিচালিত অটোরিকশা বৈদ্যুতিক চার্জের প্লাগ থেকে খুলতে গেলে অসাবধানতাবশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম