মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের হারিয়ে যাওয়া শটগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার মানরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধ করতে এসে অস্ত্র ফেলে নেতাকর্মীদের নিয়ে তিনি পালিয়ে যান। ওই দিনই লাইসেন্স করা অস্ত্র পাওয়া যাচ্ছে না বলে সদর থানায় জিডি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, মানরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র সুলতানুল আজম খান আপেলের অস্ত্র হারানো বিষয়ে জিডি করার সাথে মিল রয়েছে। অস্ত্রটি থানার মালখানায় জমা রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই