শুন্যপদে নিয়োগের দাবিতে বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) পিচরেট শ্রমিকরা বরিশাল নগরীতে মানববন্ধন করেছে। আজ রবিবার বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।
শুন্যপদের বিপরীতে পিচরেট শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবিতে গত ২২ সেপ্টেম্বর থেকে বরিশালসহ ২১ জেলায় কর্মবিরতি পালন করছেন তারা। আজকের মানববন্ধন কর্মসূচিতে পিচরেট কর্মচারীদের নেতা মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন সুজন আহমেদ, সমনন্বয় রেজাউল হকসহ প্রমুখ। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বক্তারা বলেন, ২০-২৫ বছর নিরবিচ্ছিনভাবে কর্মরত থেকে মিটার রিডিং গ্রহণ, বিল প্রস্তুত, বিল বিতরণ, ক্রেডিট পোষ্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। তারপরও আমাদের বেতন দেওয়া হয় সর্বোচ্চ ১০ হাজার টাকা। তাই কর্মরতদের চাকরীতে প্রবেশের বয়সসীমা কমিয়ে শূন্যপদে নিয়োগের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/জামশেদ