নোয়াখালীতে এক দফা দাবি আদায়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করছেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নার্সরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন নার্সরা।
এ সময় হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্সিং ও মিডওয়াইফ জরুরি স্কোয়াড নিয়োজিত থাকলেও ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।
কর্মবিরতি চলাকালে আবদুল্যাহ ফারুকের নেতৃত্বে সিনিয়র নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওইসব পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/একেএ