মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রামদা দিয়ে কুপিয়ে বোন ও ভাবিকে হত্যা করেছে মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তি। এসময় আরো দুজন আহত হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মহিবুল ইসলাম ওহিদ সানঘাটে একটি সংস্থার নির্বাহী পরিচালক।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, পৈতৃিক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা চলছে। সকালে সবাই মিলে বাড়িতে মিমাংসায় বসেছিলেন। মিমাংসার এক পর্যায় বোন জোসনা খাতুন, ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এসময় মহিবুল ইসলাম ওহিদ রামদা দিয়ে তাদের কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া। এসময় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অপর বোন শামীমা আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহিদ পালাতক আছে, তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ