শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন তিনি। পরে তিনি বারঘরিয়া বাইশপুতুল মন্দির ও সুরেনসিংহের সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনকালে মন্দিরের উন্নয়নে ভারত হাইকমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তবে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি।
এসময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল