সাংবাদিক স্বপন ভদ্র (৮৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বপন তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে শপম্ভুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দৈনিক সবুজ বাংলা পত্রিকার ব্যুরো চীফ এবং জয় টিভির ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ বাসার সামনে বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করার সময় একদল সন্ত্রাসী স্বপনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ সাগর নামে একজনকে আটক করেছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক