বগুড়ার ধুনটে ৮ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালন করার সময়ে জানতে পারি গোপালনগর ইউনিয়নের রান্ডিলা-নওদাবক্ষগাছা রাস্তার পাশে জমির আইলে একটি বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ৮ রাউন্ড তাজা গুলিসহ ম্যাগজিন ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ধারনা করা হচ্ছে কোন অপরাধী পিস্তলটি ফেলে রেখে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম