গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এমন চিত্র দেখা যায়।
এ ব্যাপারে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় ১ জনকে পাঠানো হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসারে শহিদুল ইসলাম জানান, হাসপাতালে ডেঙ্গু রোগী ৮ জন ভর্তি রয়েছে। সব রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল