অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ আয়কর আপীলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চাটার্ড অ্যাকাউন্টট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাকাউন্টট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীগণকে আয়কর আপীলাত ট্রাইবুন্যাল সদস্য পদে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনারগণ এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আয়কর আইন অনুযায়ী কর ক্যাডার বহির্ভূত পেশাজীবীগণকে আয়কর আপীলাত ট্রাইবুন্যালের সদস্য নিয়োগের জন্য করদাতাগণ অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১৩-২০১৪ অর্থ বছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপীলাত ট্রাইবুন্যালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর তারা আবার এ পদে নিয়োগ পেলেন।
নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন এবং জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। ইতোপূর্বে তিনি বিভিন্ন জেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও প্রথম শ্রেনীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।
মোহাম্মদ আনিসুর রহমান ২৪তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন যিনি ইতোপূর্বে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে এ নিয়োগের মাধ্যমে আয়কর আপীলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে, আয়কর বিভাগের প্রতি করদাতাগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আরাফাত