৯ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আয়োজন। তবে এরই মধ্যে বাতাছে ভাসছে পূজা পূজা গন্ধ। তাইতো জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা সেজে উঠেছে পূজার সাজে। পূজা উপলক্ষে আসছে নতুন গানও। পূজা স্পেশাল ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি এতদিনে অনেক পূজার ফটোশুট করেছি। কিন্তু সেগুলো একই ধাঁচের ছিল। সাদা শাড়ি লাল পাড় আর ভারী গয়না, যেটা সবখানে দেখা যায় আর কী। কিন্তু এবার পূজার ফটোশুটটা সত্যি স্পেশাল হয়েছে। কারণ এটা একেবারেই বৈচিত্র্যময়। আমাদের থিম ‘শকুন্তলা দেবী’। ঐতিহাসিক এ চরিত্রটি যেমন ফুল দিয়ে নিজেকে সাজিয়ে তুলতেন আমরাও সেটা চেষ্টা করেছি।’ পূজায় নতুন গান নিয়ে তিনি জানান, ‘তুই ছাড়া’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে। এটি মূলত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার গান। কিন্তু ছবিটি হলে মুক্তি পেলেও গানটি অনলাইনে প্রকাশিত হয়নি এতদিন। এবার আসছে ঈগল মিউজিকের ব্যানারে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্শেল।’