রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন (৩০) ধুরইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। হামলায় সাদ্দামের বড় ভাই কৃষক দল নেতা মো. বুলবুল (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই গ্রামের একসার আলী নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, রাজনৈতিক বিষয় নিয়ে একসার আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো কৃষক দল নেতা বুলবুলের। সন্ধ্যায় আবারও একসারের বাড়ির সামনে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে বুলবুলকে কোপাতে শুরু করেন। বড় ভাইকে কোপাতে দেখে তাকে রক্ষায় এগিয়ে যান ছোট ভাই সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দামকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। ওসি জানান, ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।