বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, এই বাংলাদেশ সেই ফ্যাসিস্টদের আর কোনো দিন রাজনীতি করার সুযোগ দিতে চায় না। শহীদের রক্তের দাগ শুকানোর আগেই যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে, তাদেরকে খুঁজে বের করে ফ্যাসিস্টদের দোসর হিসেবে বিচার করতে হবে। বিচার করতে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে জনতার আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে। তিনি গতকাল বিকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাজী আসমত সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আবদুল্লাহ আল আমীনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মহসিনুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল করিম, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
মাওলানা মামুনুল হক বলেন, পরাজিত শক্তি বসে নেই। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। বিদেশি শক্তি ও দেশবিরোধী চক্রের সহযোগিতা নিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে তারা। তাই বাংলাদেশবিরোধী স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদ এবং তার দোসরদের বিরুদ্ধে বাংলাদেশের আগস্ট বিপ্লবের ঐক্যকে আরও সংহত করতে হবে।