পরপর বিস্ফোরণে কাঁপল রাশিয়া। গতকাল সকালে সে দেশের টোরোপেটস শহরে ইউক্রেনের একটি ধ্বংসপ্রাপ্ত ড্রোন থেকেই আগুন ছড়ানোর পর সেখানে অবস্থিত রুশ সেনাঘাঁটিতে বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, রাশিয়ার ভের অঞ্চলে হামলা চালিয়েছিল ইউক্রেন। পাল্টা জবাব দেয় রুশ সেনাও। সেই সময়ই ধ্বংসপ্রাপ্ত একটি ড্রোন থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার পর তা থেকেই বিস্ফোরণ ঘটে রুশ সেনা ঘাঁটিতে।
দুই বছর ধরে বিরামহীন যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ইউক্রেনের আকাশে দেখা মেলে রুশ রণতরির। সেই শুরু। হামলা ও পালটা হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে দুই দেশে। চলতি বছরের শুরুতে রাশিয়ার হামলা রুখতে রাশিয়ার মাটিতেই জোরালো হামলার নীতি নিয়েছে ইউক্রেন। চলছে রাশিয়ার দখলে যাওয়া একাধিক অঞ্চল ফের নিজেদের দখলে আনার। এ মাসের শুরুতে রাশিয়ার মস্কোসহ একাধিক শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন।