ফের গাজার স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় সম্ভবত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে। তবে বিষয়টির তদন্ত করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রকেট হামলাটি মূলত হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় যে অভিযান চালানো হয়েছে তাতেই সিনওয়ারের মৃত্যুর সম্ভাবনা প্রবল। তবে সমস্যা একটাই, কোনো প্রমাণ নেই। সাংবাদিক বেন ক্যাসপিটও তার এক্স প্রোফাইলে বলেছেন, হামাসের শীর্ষ নেতার মৃত্যু নিয়ে এখনো কোনো সরকারি তথ্য কেন পেশ করছে না ইসরায়েল, তার পেছনে কারণ রয়েছে। অতীতে এমন খবর বারবার সামনে এসেছে সিনওয়ার মৃত্যু। কিন্তু তারপর দেখা গেছে তিনি বেঁচে আছেন।