যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। সোমবার রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তারা কমলাকে সমর্থন জানান। এ খবর দিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, সম্পাদকীয় বোর্ড মনে করেন রিপাবলিকানদের বিপরীতে ডেমোক্র্যাট দলের প্রার্থীই প্রেসিডেন্ট পদের জন্য একমাত্র ‘দেশপ্রেমের প্রতিচ্ছবি’।
যদিও সম্পাদক বোর্ড সরাসরি ভাইস প্রেসিডেন্ট কমালার নাম উল্লেখ করেনি। তবে বর্ণনায় এ বিষয়টি স্পষ্ট হয়েছে। তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে মনে করেন। ট্রাম্পকে নৈতিক ও স্বভাবগতভাবে অযোগ্য বলে অভিহিত করেছেন ওই সম্পাদকরা। তারা বলেছেন, হতাশাজনক হলেও এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। যেসব ভোটার নিজেদের স্বাস্থ্য এবং দেশের গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের উচিত হবে না তাকে (ট্রাম্পকে) আবার নির্বাচিত করা।