আওয়ামী লীগের শাসনামলে নিখোঁজ ও গুম হওয়াদের সন্ধান চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বজনরা। গতকাল দুপুরে রাজধানীর ভিআইপি সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শতাধিক নিখোঁজ ব্যক্তির সন্ধান দাবি করেন বিক্ষোভকারীরা। কারও স্বামী, কারও বাবা, কিংবা কারও ভাইয়ের খোঁজে তারা অবস্থান করেন। ‘আয়নাঘর আয়না ঘর, খুলে দাও খুলে দাও’; ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই’; ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ বলে স্লোগান দেন তারা। তেজগাঁও থানা যুবদলের নেতা বশির উদ্দীন হাওলাদার ২০১১ সালের ১৪ জুন রাজধানীর গুলিস্তান থেকে নিখোঁজ হন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার স্ত্রী হোসনে আরা ও সন্তানরা যমুনার সামনে তাকে ফিরে পাওয়ার দাবি করেন। হোসনে আরা বলেন, ‘আমার স্বামী নিখোঁজের পর থেকে বিভিন্ন থানা, জেলখানাসহ সব জায়গায় খুঁজেছি। যে যেখানে বলছে সেখানে গিয়েছি। শেখ হাসিনার সরকার পতনের পর আমরা আয়নাঘরের সামনে কয়েকবার গিয়েছি একবার স্বামীকে দেখার জন্য। আমার সন্তানদের সামনে আমি কোনো উত্তর দিতে পারছি না।’ সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছেলে সাইফুল ইসলাম টিটুকে ফিরে পাওয়ার দাবিতে এসেছেন মা শাহেরা জসিম। তার ছেলে রাজধানীর কদমতলী থেকে ২০১৩ সালে নিখোঁজ হন। তিনি বলেন, ‘২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আমার ছেলেকে কয়েকজন মানুষ তুলে নিয়ে যায়। কী কারণে নিখোঁজ হয়েছে সেটাও জানি না। সে সময় কদমতলী থানায় একটা জিডি করেছিলাম। প্রথমে থানা থেকে জিডি নেওয়া হচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর জিডি করি। কিন্তু এতদিন পার হয়ে গেলেও ছেলের খোঁজ পাইনি। সরকারের কাছে আমি আমার সন্তান জীবিত হোক মৃত হোক ফিরে পেতে চাই।’ মিরপুর মডেল থানা বিএনপি নেতা আইনুল ইসলাম ২০২০ সালে ব্যক্তিগত গাড়ি নিয়ে কুমিল্লা যাওয়ার সময় মদনপুর থেকে নিখোঁজ হন। গাড়িসহ তাকে নিয়ে যায় সাদা পোশাকের চার ব্যক্তি। এর পর থেকে তার আর খোঁজ পায়নি পরিবার। তার স্ত্রী শাহিনা ইসলাম বলেন, ‘আমার তিনটি মেয়ে আছে। প্রতিদিন সন্তানরা তাদের বাবার কথা জানতে চায়। আমি মা হয়েও তাদের কোনো উত্তর দিতে পারি না। স্বামীর খোঁজে সব জায়গায় গিয়েছি।’ তিনি বলেন, ‘খুনি সরকার চলে গেছে। এখন তো আমার স্বামীকে ফিরিয়ে দিক। আমরা নতুন সরকারের কাছে আমাদের নিখোঁজ পরিবারের সন্ধান চাই। যতক্ষণ আমাদের স্বজনদের সন্ধান না পাই ততক্ষণ আমরা এখানে অবস্থান করব।’
শিরোনাম
- পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান
- ১০ ট্রাক অস্ত্র মামলায় ফের যুক্তি উপস্থাপন আজ
- বুমরাহকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আখতার?
- যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল
- আদানির বিপুল দায় মেটাতে হিমশিম, এডিপি কাটছাঁট
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০
- সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা