টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজি ও মারামারির ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ৩২ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। উপজেলার গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফ সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া।
টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের নামে তিনি অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নথিভুক্ত করার নির্দেশ দেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।