ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ২৬ পোশাক শ্রমিকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল রাজধানীর হাতিরপুলে পোশাক খাতের চলমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। তিনি বলেন, শহীদ পোশাক শ্রমিকদের এই তালিকা অপূর্ণাঙ্গ। আমাদের এ কাজটি চলমান থাকবে। আমরা চাই সরকার অনুসন্ধান চালিয়ে সব শ্রমিকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করবে এবং আহত শ্রমিকদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করবে।
পোশাক খাতে বর্তমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, পোশাক কারখানার মালিকদের মধ্যে অনেকে বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যসহ ক্ষমতাশালীরা ছিল এবং এখনো আছে। শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিইয়ে রাখার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের অংশীজনদের ভূমিকাকে তদন্ত করতে হবে। শ্রমিক এলাকায় কারখানা ভাঙচুর বা আগুন লাগানো শ্রমিকদের কাজ নয়। এটা কারা করছে সেটা বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী চক্রের কাছে খুঁজতে হবে এবং সেই মোতাবেক দ্রুত ব্যবস্থা নিতে হবে। শহীদ ২৬ পোশাক শ্রমিক হলেন, আশুলিয়ার তৌহিদুর রহমান, শাকিনুর রহমান, শুভ শীল, নাজমুল, নাঈম, সুমন ইসলাম; গাজীপুরের রহমত, শহীদ আবদুল আজিজ, আয়াতুল্লাহ, শরীফুল ইসলাম, সোহাগ মিয়া, আবদুল্লাহ আল মামুন; নারায়ণগঞ্জের মো. রাসেল, মিনারুল ইসলাম, ইয়ামিন চৌধুরী, সোহেল রানা, শাহ আলম, জামান মিয়া, আসিফুর রহমান, সজীব, মিনহাজুল ইসলাম, মো. পারভেজ মিয়া, মো. রবিউল, মো. কবির, মো. শামীম শাহাদাত, ও ফজলুল।