দেবী শক্তির বন্দনা এবং অসুরবধে অশুভ খন্ডনের প্রত্যয়ে আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হবে। রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মহাষ্টমীতে এবার কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে পূজা কমিটি।
গতকাল নবপত্রিকা প্রবেশ, সপ্তমী পূজা এবং সন্ধ্যা আরতির মধ্য দিয়ে মহাসপ্তমী পালিত হয়েছে। দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে সপ্তামাদি কল্পারম্ভ শুরু হয়। এরপর কয়েক দফায় অঞ্জলি প্রদান করেন উপবাসরত ভক্তবৃন্দ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় ও উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী পূজা পরিচালনা করেন। শারদীয় দুর্গাপূজায় রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। মহাষ্টমীতে এবার কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে পূজা কমিটি। বাংলাদেশ সেনাবাহিনী কুমারী পূজার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। ঢাকেশ্বরী মন্দিরে অঞ্জলি দিতে আসা রিদিতা ভট্টাচার্য্য বলেন, সপ্তমী পূজার মধ্য দিয়ে মূলত পূজার জমজমাট আয়োজন শুরু হয়। উপবাস থেকে অঞ্জলি দিয়ে দেবীর পায়ে সমর্পণ করা হয় মনের সব পাপ, তাপ, শোককে। আজ মহাষ্টমী। কুমারী পূজা, সন্ধি পূজা এবং অষ্টমী পূজার মধ্য দিয়ে পালিত হবে মহাষ্টমী। উৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে আরতি ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।