সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপণ করছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখা। কর্মসূচি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখার আয়োজনে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে আম, মালটা পেয়ারাসহ নানা প্রজাতির অর্ধশতাধিক ফলদ চারা রোপণ করা হয়।
উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠর স্বরূপকাঠি প্রতিনিধি হযরত আলী হিরুর নেতৃত্বে উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন হালদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন বিল্লাহ রাজু, যুগ্ম সম্পাদক তুহিন আহসান, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম হাসি, সদস্য রমজান আলী রাকিব, নুসরাত জাহান চুমকি, মোসা. রওশন আরা, উম্মে হানিসহ উপজেলা শুভসংঘের সদস্যরা স্বরূপকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওই চারা রোপণ করে তাতে বেড়া দিয়ে দেন।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে ছাত্রসহ নানা শ্রেণি-পেশার বহু লোক নিহত হয়েছেন। তাদের এ আত্মত্যাগের ঋণ কখনো শোধ করা যাবে না। নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে তাদের স্মরণীয় করে রাখতে আমরা বসুন্ধরা শুভসংঘ সারা দেশের ন্যায় স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নানা প্রজাতির ৫০টি ফলদ গাছের চারা রোপণ করেছি।
বিডি-প্রতিদিন/শআ