দেশের চলমান অস্থিরতায়ও থেমে নেই রংপুর অঞ্চলে মাদক পাচারের রমরমা ব্যবসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে গত তিন দিনে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং কয়েক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোর রাতে রংপুর মহানগরীর পরশুরাম থেকে পিকআপের বক্সের ভিতরে থেকে ৪৪০ বোতল ফেনসিডিল, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থেকে ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া লালমনিরহাট জেলার কালীগঞ্জের চলবলা ইউনিয়নের নিথক গ্রামে অভিযান চালিয়ে সোনা পুকুর এলাকা থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।