পাকিস্তানের বিখ্যাত ব্যান্ডদল জাল। নিজস্ব ঘরানা ও ব্যতিক্রমী কথা এবং সুরের বৈচিত্র্য এ ব্যান্ডটি পাকিস্তানের নিজস্ব সীমানা ছাড়িয়ে পৃথিবীব্যাপী সমাদৃত। নিজেদের গানের ভান্ডার নিয়ে এবার বাংলাদেশের সুরপিয়াসিদের মাতাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় এ ব্যান্ডটি। এটি তাদের বাংলাদেশে দ্বিতীয় সফর। ২৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় অনুষ্ঠিত হবে এ লাইভ কনসার্ট।
এসাইন ও ডিজিটাল ইকোনোমিক ডেভলপমেন্ট ফোরাম (ডিইডিএফ)-এর আয়োজনের এ লাইভ কনসার্টের সহযোগিতায় আছে পাকিস্তান হাই কমিশন। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এসাইনের সিইও আনন্দ, মোহাম্মদ জাভেদ, ডিইডিএফ চেয়ারম্যান মজিবুর রহমান শ্যামল, পাকিস্তান হাই কমিশনের অথোরাইজড সদস্যরা।